Wasif Ali Khan

 ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর 

Wasif Ali Khan

ইষ্টিশাম উল মূলক                   \                              রইস উদ দৌলাঃ                                                      আমির উল ওমরা                                                     মহাবাত জং 

রাজত্ব ১৯০৬-১৯৫৯                                                উত্তরসূরি ওয়ারিস আলী মির্জা                                পূর্বসূরি হাসান আলী মির্জা                                       জন্ম ৭ জানুয়ারী ১৮৭৫                                          মৃত্যু ২৩ অক্টবর ১৯৫৯                                           রাজবংশ নাজাফি                                                    বাবা হাসান আলী মির্জা                                           মা আমির দুলহান কুলসুম উন নিসা বেগম              ধর্ম শিয়াঃ ইসলাম 


ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর ছিলেন ১৯০৬-১৯৫৯ সালের সময় মুর্শিদাবাদের নবাব। ওয়াসিফ আলী মির্জা শেরবর্ণ স্কুল ,রাগবি স্কুল এবং পরে ট্রিনিটি কলেজ এ শিক্ষিত হন। তিনি ১৯০৬ সালে তার বাবা হাসান আলী মির্জা খান বাহাদুর এর মৃত্যুর পর তার স্থালভিষিক্ত হন। ১৯৪৭ সালে ১১ ডিসেম্বর ওয়াসিফ আলী ১৯ লাখ টাকার বিনিময়ে তার রাজ্যের প্রশাসন ভারত সরকারের কাছে সমর্পন করতে বাধ্য হন। ১৯৪৭ সালে মুর্শিদাবাদ জেলাকে পাকিস্তান এর জন্য রেডফিফ্লপ পুরস্কার বরাদ্দ করা হয় এবং হাজারদুয়ারি প্রাসাদে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয় কিন্তু দুই দিনের মধ্যে দুই অধিপত্ব খুলনা কে বিনিময় করে যা এখন বাংলাদেশে , এবং তারপর ভারতের পতাকা উত্তোলন করা হয়। ভারত সরকার 1953 সালে তার সমস্ত সম্পত্তি পুনরায় চালু করেন। বাংলা যা হিন্দু মুসলিম একতার প্রচার করেছিল। নবাব ওয়াসিফ মঞ্জিল নির্মাণ করেছিলেন। 


শুরুর বছরগুলো 

Nawab Family
ওয়াসিফ আলী মির্জা খান ছিলেন হাসান আলী মির্জার প্রথম পুত্র আমির দুলহান কুলসুম উন নিসা বেগমের বড়ো ছেলে। তিনি হাজারদুয়ারি প্রাসাদে জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে ওয়াসিফ খানকে পড়ালেখার জন্য ইংল্যান্ড পাঠানো হয়। তিনি তার ছোট ভাই নাসির আলী খান এর সাথে ছিলেন এবং কলকাতায় ডোভেটন কলেজের অধ্যাক্ষ মি. কোলের অধীনে ছিলেন। তরুণ রাজকুমার তার পড়াশোনা শেষ করার পর ইংল্যান্ড ও অন্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন ইংল্যান্ড , স্কটল্যান্ড , আয়ারল্যান্ড ,মিশর , অস্ট্রিয়া ,তুরস্ক , ইতালি , ফ্রান্স এবং জার্মানি ব্যাপক ভ্রমণ করেন। তিনি তার ভাই এর সাথে ১৮৯৫ সালে ২৭ অক্টোবর মুর্শিদাবাদ ফিরে আসেন। 


( বামে ওয়াসিফ আলী মির্জা খান মধ্যে তার বাবা হাসান আলী মির্জা খান এবং ডানে তার ছোট ভাই নাসির আলী মির্জা খান বাহাদুর )



পরের বছরগুলো 
Wasif Ali Mirza Khan

ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর ১৮৯৫ থেকে ১৮৯৯ তার পিতার পক্ষে নিজামাত পরিচালনা করেন। তিনি ১৮৯৯ থেকে ১৯০১ সাল পর্যন্ত মুর্শিদাবাদে পৌরসভার সভাপতিত্ব করেন এবং রাজা সপ্তম এডওয়ার্ড এর রাজ্যভিষেকের সময় বাংলার প্রতিনিধিত্ব করেন। 



Post a Comment

Previous Post Next Post