ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর
ইষ্টিশাম উল মূলক \ রইস উদ দৌলাঃ আমির উল ওমরা মহাবাত জং
রাজত্ব ১৯০৬-১৯৫৯ উত্তরসূরি ওয়ারিস আলী মির্জা পূর্বসূরি হাসান আলী মির্জা জন্ম ৭ জানুয়ারী ১৮৭৫ মৃত্যু ২৩ অক্টবর ১৯৫৯ রাজবংশ নাজাফি বাবা হাসান আলী মির্জা মা আমির দুলহান কুলসুম উন নিসা বেগম ধর্ম শিয়াঃ ইসলাম
ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর ছিলেন ১৯০৬-১৯৫৯ সালের সময় মুর্শিদাবাদের নবাব। ওয়াসিফ আলী মির্জা শেরবর্ণ স্কুল ,রাগবি স্কুল এবং পরে ট্রিনিটি কলেজ এ শিক্ষিত হন। তিনি ১৯০৬ সালে তার বাবা হাসান আলী মির্জা খান বাহাদুর এর মৃত্যুর পর তার স্থালভিষিক্ত হন। ১৯৪৭ সালে ১১ ডিসেম্বর ওয়াসিফ আলী ১৯ লাখ টাকার বিনিময়ে তার রাজ্যের প্রশাসন ভারত সরকারের কাছে সমর্পন করতে বাধ্য হন। ১৯৪৭ সালে মুর্শিদাবাদ জেলাকে পাকিস্তান এর জন্য রেডফিফ্লপ পুরস্কার বরাদ্দ করা হয় এবং হাজারদুয়ারি প্রাসাদে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয় কিন্তু দুই দিনের মধ্যে দুই অধিপত্ব খুলনা কে বিনিময় করে যা এখন বাংলাদেশে , এবং তারপর ভারতের পতাকা উত্তোলন করা হয়। ভারত সরকার 1953 সালে তার সমস্ত সম্পত্তি পুনরায় চালু করেন। বাংলা যা হিন্দু মুসলিম একতার প্রচার করেছিল। নবাব ওয়াসিফ মঞ্জিল নির্মাণ করেছিলেন।