মোবারাক আলি খান
মোবারক উদ - দৌলাঃ
ফিরুজ জং
বাংলা, বিহার ও ওড়িষ্যা নবাব নাজিম
রাজত্ব ২১ মার্চ ১৭৭০ - ৬ সেপ্টেম্বর ১৭৯৩
পূর্বসূরি আশরাফ আলী খান
উত্তরসূরি বাবর আলী খান
মৃত্যু ৬ সেপ্টেম্বর ১৭৯৩
সন্তান ১২ ছেলে ১৫ মেয়ে
রাজবংশ নাজাফি
বাবা মীর জাফর
মা বাব্বু বেগম
ধর্ম শিয়া ইসলাম
সাইয়্যেদ মোবারক আলী খান মোবারাক আলী খান নামে বেশি পরিচিত। তিনি ছিলেন বাংলা , বিহার ও ওড়িষ্যা এর নবাব। তিনি ছিলেন মীর জাফর এর বাবু বেগম এর ছেলে।
তিনি ২১ মার্চ ১৭৭০ সালে তার সৎ ভাই আশরাফ আলী খান এর মৃত্যুর পর সিংহাসনে বসেন।
জীবন
শুরুর বসরগুলো
নবাব নাজিম মোবারাক আলী খান ১২ বছর বয়স এ সৎ ভাইয়ের স্থলাভিষিক্ত হয়। যার জন্য বাব্বু বেগম কে অভিভাবককত্ব দেয়াহয়নি।
নবাব নাজিম মোবারক উদ দৌলাঃ তার ছেলে বাবর আলী খানের দরবারে ব্রিটিশ বাসিন্দা স্যার জন হ্যাডলির সাথে।
১৭৯০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম , লৰ্ড কর্নওয়ালিস এর মাধমে নবাব মোবারক উদ দৌলাঃর এক মেয়ে র জন্য তার ছেলের বিয়ে দিতে অনুরোধ করেছিলেন কিন্তু নবাব প্রস্তাব টি পত্যাখান কোরেছিলেন :
" দয়া করে রানী কে অনুরোধ করুন ব্যাপারটি পাশ করার জন্য। আমি কোনোভাবেই প্রস্তাবে সম্মতি দিতে পারিনা। এই বিষয়ে অনেক বাধা আসে। তদুপরি আমাদের পরিবারে দীর্ঘদিনের একটি নিয়ম আসে সাইয়্যেদি সারা আমাদের মেয়ে দেয় অন্য কোথও বিয়ে দেয়া যাবে না। যদি আমি এর বিপরীতে কাজ করি তাহলে পারিবারিক রীতিনীতি ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হয় যাবো। তাই আমি এবং আমার মা প্রস্তাবটি গ্রহণ করতে পারিনি।
বাংলার নবাব নাজিম মোবারক উদ দৌলা "
যদিও তখন তার ১৩ টি কন্যা ছিলো এবং তিনি কিসুটা হলেও সম্রাটের অনুগত মনে করতেন নিজেকে তবুও পারিবারিক কারণ এ তিনি একজনকে ও দিল্লির যুবরাজ এর মতো সম্মানিত রাজপুত্রর সাথে বিবাহের অনুমতি দেননি।
মৃত্যু এবং উত্তরাধিকারী
জাফরগঞ্জ কবরস্তানে মুবারক আলী খানের সমাদি।
নবাব নাজিম মুবারক আলী খান মারা যাওয়ার পর তার ছেলে বাবর আলী খান তার স্থলাভিষিক্ত হন।