ইলিয়াস শাহী বংশের সূচনা
শামছুদ্দীন ইলিয়াস শাহ ছিলেন বঙ্গীয় সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনি ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্টা করেন। একটি রাজবংশ যা ১৫০ বছর ধরে বাংলা শাসন করেন।
শামছুদ্দীন ইলিয়াস শাহ ছিলেন একজন সিস্তানি সুন্নি মুসলমান যিনি দিল্লি সালতানাতের অধীনে কাজ করতেন। চুতর্দশ শতকের গোড়ার দিকে দিল্লি সালতানাত বাংলাকে দক্ষিণ প্রদেশের সাতগাঁও, পূর্ব বঙ্গের সোনারগাঁও এবং উত্তরবঙ্গের লখ্নৌতের শহরে অবস্থিত তিনটি প্রদেশে বিভক্ত করে। উদ্দেশ ছিল প্রশাসনের উন্নতি করা কারণ বাংলার উপর দিল্লির প্রভাব দুর্বল হয়ে পরে।
Tags:
Bengal Saltanat